১৮ই মার্চ ২০২৪ তারিখে ইংরেজি ও অর্থনীতি বিভাগের আয়োজনে "মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী কার্যক্রম গ্রহণ ও মাদক বিরোধী প্রচারণা" শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সঞ্চালনা করেন ইংরেজি বিভাগরে প্রভাষক সুমাইতা মারজান এবং অর্থনীতি বিভাগের প্রভাষক নাফিস শাহরিয়ার ফারাবি।
এই আলোচনা সভায় অর্থনীতি বিভাগের চেয়ারম্যানসহ, ইংরেজি ও অর্থনীতি বিভাগের শিক্ষক এবং ২০২৩ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। কাউন্সিলিং এন্ড প্লেসমেন্ট সেন্টারের সোশিও ইমোশনাল কাউন্সিলর মোঃ রাকিবুল হাসান মাদকের অপব্যবহার, কুফল ও তা প্রতিরোধের উপায় নিয়ে স্লাইড প্রেজেন্টেশনসহ বিশদ আলোচনা করেন। এছাড়াও মেডিকেল সেন্টার থেকে প্যারামেডিক আল মামুন ‘‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী কার্যক্রম গ্রহণ ও মাদক বিরোধী প্রচারণা’’ বিষয়ক মূল্যবান বক্তব্য রাখেন।