উত্তর: বিভিন্ন প্রকার সনদপত্র বা সার্টিফিকেট ফি এর পরিমাণ নিম্নরূপ:
ক। সাময়িক সনদপত্র/ মার্কস/গ্রেড সার্টিফিকেট/ট্রান্সক্রিপ্ট প্রতিটি - টাকা ৫০০.০০ (সংশোধনী অথবা দ্বি-নকল/ত্রি-নকলের ক্ষেত্রেও অনুরূপ ফি প্রযোজ্য)।
খ। মূল সনদপত্র ফি - টাকা ২০০০.০০ (সংশোধনী অথবা দ্বি-নকল/ত্রি-নকলের ক্ষেত্রেও অনুরূপ ফি প্রযোজ্য)।
গ। মিডিয়াম অব ইন্সট্রাকশন সার্টিফিকেট, সার্টিফিকেট অব পার্সেন্টেজ, কনভার্সন সার্টিফিকেট, পরীক্ষা সংক্রান্ত প্রত্যয়ন, সত্যায়ন ফি - টাকা ২৫০.০০।
উল্লিখিত ফি সমূহ ট্রাস্ট ব্যাংক লিমিটেডের যে কোনো শাখায় “বিইউপি জেনারেল ফান্ড” (হিসাব নম্বর- ০০২৮০৩২০০০০০৯১) এর অনুকূলে অর্থ জমা করে জমা রশিদের মূল কপি অথবা উক্ত হিসাবের অনুকুলে অনলাইনে মানি ট্রান্সফারের কপি আবেদনের সাথে সংযুক্ত করে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে জমা দিতে হবে।
উল্লেখ্য, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে সরাসরি নগদ জমা বা কোনোরূপ নগদ লেনদেন করা হয় না।